ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে একে একে অনেক রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুর কোলে চলে যাচ্ছে তাদের জীবন। COVID-19 মরণব্যাধি ভাইরাস রেমিটেন্স যোদ্ধা সহ তাদের পরিবারের সকলকে পঙ্গুত্ব করে দিচ্ছে । আর সেই সারিতে নতুন আর এক প্রবাসী বাংলাদেশিদের নাম যোগ হয়েছে । করোনায় কেরে নিয়েছে তার জীবন প্রদীপ ।
গত ২৬/০৩/২০২০ইং- বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদের একটি হসপিটালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোঃ ফাহিম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে । “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ” মৃত বাংলাদেশীর বাড়ি বরিশাল সদর বলে জানা গেছে ।
তিনি বার্সেলোনাতে বসবাস করতেন , অল্প কিছুদিন হলো মাদ্রিদে আসছিলেন।
Discussion about this post