আত্মহত্যা করেছেন জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস শেফার। রেললাইনের উপর থেকে উদ্ধার করা হয়েছে তার ছিন্নভিন্ন দেহ। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। প্যারামেডিকসের একটি দলই তার দেহটি উদ্ধার করেন। গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি।
মৃত্যুর আগে স্ত্রীর জন্য তিনি একটি নোট দিয়ে যান বলে খবর প্রকাশ করেছে জার্মানির দৈনিক ফ্রাঙ্কফুর্ট অ্যালজেমিন জেইতুং। ওই নোটে তার এমন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত আছে।
তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছে। এই পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি তিনি দেখছিলেন। আর এই কাজ করতে গিয়ে চরম অবসাদে ভুগছিলেন তিনি। একারণেই আত্মহত্যার পথ বেচে নিয়ে থাকতে পারেন ৫৪ বছর বয়সী থমাস শেফার।
Discussion about this post