কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের মধ্যে গ্রাহকদের জন্য দ্রব্যমুল্য বৃদ্ধির বিষয় যে কোনো অভিযোগ জানাতে দুবাই সরকার একটি নতুন হেল্পলাইন চালু করেছে।
দুবাই মিডিয়া অফিস ২৮ শে মার্চ শনিবার দুবাই ইকোনমির বরাত দিয়ে টুইট করেছে যে, আমিরাতের গ্রাহকদের জন্য চলমান করোনভাইরাস প্রাদুর্ভাবের সময় দ্রব্যমুল্য বৃদ্ধির বিষয়ে অভিযোগ জানাতে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। বাসিন্দারা 600545555 এই নাম্বার ডায়াল করে অথবা’দুবাই কনজিউমার’ মোবাইল অ্যাপ্সের মাধ্যমে অনলাইনে অভিযোগ করতে পারবেন।
Discussion about this post