ইরফান, দুবাই প্রবাসী: সবাই প্রবাসীদের দোষ দিচ্ছে! হ্যা তারা অবশ্যই দোষী। কারণ তারা এই মহামারির সময়ে দেশে গিয়ে কেন মা বোন আত্মীয়দের এবং দেশকে বিপদে ফেলবে! কেন তারা হোম কোয়ারাইন্টাইন থাকবে না! যারা থাকবে না তাদের বেশি বেশি রাস্তাঘাটে যেখানে পাবেন সেখানে গণ ধোলাই দেন। শিক্ষা হোক তাদের! সকাল বিকাল দুই বেলা করে পিটান! বেশির ভাগ প্রবাসী জ্ঞানহীন মূর্খ তাই তারা এমন করছে।
কিন্তু শিক্ষিত নেতা গুলা কেন লন্ডন /কানাডা/ আমেরিকা ঘুরে বেড়িয়ে সমাবেশে যোগ দিচ্ছে! এরা কি দোষী নয়! এদের পিটাতে পারবেন! এদের দোষারোপ করতে পারবেন! পারবেন না।। কারণ এদের হাত অনেক লম্বা!
তবে অনেকে অশিক্ষিত প্রবাসী বলছে, তারা দেশে যাবে না। ফ্যামিলিকে বিপদে ফেলবে না। এই দেশে ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যাবে। সব ফ্রি। এইবোধ শক্তি তাদের আছে।
কিছু প্রবাসীর আক্কেল নাই! যেই মহামারি শুরু হল হুর হুর করে বউ এর সাথে থাকার জন্য দেশে চলে যাচ্ছেন!! ছি।
আচ্ছা ভাই, চীনা শিক্ষার্থী কি দায়ী না! সরকার তাদের ফেরত এনে কি ভুল করেনি! চীনা নাগরিক গুলা কি দায়ী না! যারা টুরিস্ট হিসেবে এসেছে!
দেশ প্রবাসীদের টাকায় চলে না কে বলেছে! রেমিট্যান্স গুলা একচেঞ্জ করে কি দেশের লাভ হয় না! প্রবাসীদের থেকে কি সরকার ট্যাক্স নেই না! একজন প্রবাসী দেশে ঢুকলে পদ্মাসেতুর জন্য ৫০০ টাকা করে কেটে নিতো ২-৪ বছর আগে। মোবাইল থেকে টাকা কেটে নিত প্রবাসীদের এবং তাদের ফেমিলি থেকে ! কিন্তু আমি আমার পূর্ববতী এবং পরবতী প্রজম্ম সেতু দিয়ে এখনো আসা যাওয়া করি নাই। ভবিষ্যতে ও করা হবে না।। কারণ এই সেতুতে ২৪ জেলার লোক প্রত্যক্ষভাবে বেশি লাভবান হবে। সবাই না।।
প্রবাসীদের টাকায় দেশ চলে না। তাদের ফ্যামিলি চলে এ দুই লাইন লিখে গবেষক হতে চাও! মন্ত্রী নেতারা লন্ডন থেকে এসে সম্মেলনে যোগ দিয়েছে। এরা কি দায়ী না! ইউরোপ থেলে আসা কি টুরিস্ট গুলা কি দায়ী না! ইন্ডিয়া যাওয়া টুরিস্ট আর ট্রিটমেন্ট নিতে যাওয়া বাংগালি গুলা কি দায়ী না! ঈদে আত্মীয়দের দেয়া প্রবাসিদের সালামি! ইন্ডিয়ায় যায়। প্রবাসিদের দেয়া যাকাত, অনুদান, বারমায় যায়, বাংলাদেশে যায় না। এই রকম শত শত উদাহরণ আছে।
৭১ এর পর যুদ্ধবিধ্বস্ত দেশ মাথা দাড় করে উঠেছিলো এই প্রবাসিদের টাকায়। তখন কই ছিলো গার্মেন্টস! বাংলাদেশি ১ কোটি ২০ লাখের মতো প্রবাসী আছে। তাদের প্রতিটা ফ্যামিলিতে গড়ে ৫ জন করে ধরলে ৬ কোটি বাংগালি পরিবার প্রত্যক্ষভাবে প্রবাসীর টাকায় চলে। এদের থেকে ট্যাক্স, রেমিট্যান্স একচেঞ্জে, এদের করা এক্সপার্ট ইমপোট এর মাধ্যমে দেশের অনেক দিনমুজুর আর ব্যবসায়ী জড়িত। আমরা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে একে অপরের সাথে জড়িত।
তাইলে কিভাবে বলেন এদের টাকায় দেশ চলে না! দেশে নির্মানে সবার পাশাপাশি এরা বহুলাংশে অংশীদার। তাই কথাবার্তা সাবধানে বলবেন, ভালো বংশের পরিচয় দিবেন
শুধু প্রবাসী পিছনে দেখেন কেন! কেউ ধোয়া তুলসি পাতা না। এই মহামারির সময়ে দোষারূপ বাদ দিয়ে সবাই হাতে হাত রেখে দেশের জন্য কিছু করেন।
Discussion about this post