বরিশালে বিদেশ ফেরত সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়েছেন আশীষ মন্ডল (৫০) নামের এক বৃদ্ধ। তিনি শরীয়তপুর থেকে বরিশালের উজিরপুর উপজেলায় কুচিয়ারপাড় গ্রামে বেড়াতে এসে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শরীয়তপুর, ফরিদপুর এবং মাদারীপুরে অনেক বিদেশফেরত ব্যক্তি অবস্থান করছেন। খবরে শুনেছি আক্রান্তদের মধ্যে বড় অংশই ওই সব এলাকার। ওখানে কোয়ারেন্টাইনের সংখ্যাও বেশি। বিদেশফেরত অনেক ব্যক্তি সেখানে কোয়ারেন্টাইন না মেনে পালিয়ে বেড়াচ্ছেন। আশীষ মন্ডলের পথরোধ করে গ্রামবাসী জানতে চায় বাড়ি কোথায়, বিদেশফেরত কি-না- এতে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে আশীষ মন্ডলকে গণধোলাই দেন।
পরে আশীষ মন্ডলের সঙ্গে কথা বলে আশীষ মন্ডলকে ছেড়ে দিতে বলেন। এরপর আশীষ মন্ডল তার বাড়ি শরীয়তপুরে চলে যান।
Discussion about this post