প্রাণঘাতী করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে প্রথম প্রথম ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যটি নিশ্চিত করেছে।
শুক্রবার রাতের ব্রিফিং এ করোনভাইরাস ‘কোভিড -১৯’ দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলা হয়। মৃত রোগীদের মধ্যে একজন হলেন ৭৮ বছর বয়সী আরব দেশের নাগরিক যিনি ইউরোপ থেকে এসেছিলেন। তাঁর মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক, যা পরবর্তীতে করোনাভাইরাসে সংক্রমণের সাথে সম্পৃক্ত ছিল বলে জানানো হয়েছে।
অন্য মৃত ব্যাক্তি ৫৮ বছর বয়সী এশিয়ান নাগরিক। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং কিডনী জনিত রোগে ভুগছিলেন।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। এখন পর্যন্ত আমিরাতে করোনায় ১৪০ জন আক্রান্তের মধ্যে প্রথমবার ২জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।
Discussion about this post