আমিরাতে কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীদের পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার থেকে এক লাখ দিরহাম জরিমানা করা হবে।
শুক্রবার (২০ মার্চ) আইন মন্ত্রণালয়ের সূত্রে আরবি পত্রিকা আল খালিজ জানায়, আমিরাতে কেউ যদি ১৪ দিনের নির্দিষ্ট কোয়ারেন্টাইন না মানে বা বাইরে ঘোরাফেরা করেন তাহলে পাঁচ বছরের জেল হওয়ার পাশাপাশি ৫০ হাজার থেকে ১লাখ দিরহাম জরিমানা করা হবে।
করোনাভাইরাস সংক্রামণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ারেন্টাইন লঙ্ঘনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। আমিরাতে এখন পর্যন্ত ১৪০ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩১ জন সুস্থ হয়ে উঠেছেন।


























