প্রায় সাতমাস ধরে বন্দি করে রাখার পর অবশেষে অধিকৃত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিল উপত্যকার প্রশাসন। শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ করে এমনটাই জানাল জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র দফতর।
মোট তিন বার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ফারুক আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স থেকে পাঁচবার সাংসদও হয়েছেন। এই মুহূর্তেও লোকসভার সদস্য তিনি। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর তাকে বন্দি করা হয়। ওই মাসেরই ১৭ তারিখে ফারুক আবদুল্লাহর উপর জন নিরাপত্তা আইন প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার। এই আইনে বিনা বিচারে দু’বছর পর্যন্ত কাউকে আটকে রাখা যায়।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিরোধীরা। তার পরেও ছাড়া হয়নি ফারুককে। বরং ডিসেম্বরে তার বন্দিদশার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। অবিলম্বে ফারুক আবদুল্লাহর মুক্তি চেয়ে সম্প্রতি ৮টি বিরোধী দল কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল। সেই সঙ্গে ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ এবং উপত্যকার আর এক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তির দাবিও জানিয়েছিলেন তারা। তার পরই এ দিন জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে ফারুককে মুক্তি দেয়ার কথা জানানো হল।
তবে ওমর এবং মেহবুবাকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি কাশ্মীর প্রশাসন।
সূত্রঃ আজকাল
Discussion about this post