ঢাকার বাবুবাজার এলাকায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করেছে র্যাব। আটক করা হয়েছে একজনকে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, বুধবার রাতে সুরেশ্বরী মার্কেটের ৫ম তলার একটি গোডাউনে অভিযান চালানো হয়। এসময় ওষুধগুলো জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকায় একজনকে আটক করা হয়। আটজন পালিয়ে যায়।
তাদের সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে এ ওষুধগুলো সরবরাহ করা হতো।
এছাড়া সম্প্রতি দেশে করোনা ভাইরাস আক্রান্ত চিহ্নিত হওয়ায় অসাধু ব্যবসায়ীরা মাস্কও মজুদ করে। জব্দ হওয়া মালামালের মধ্যে প্রচুর মাস্কও রয়েছে বলে জানায় র্যাব।
Discussion about this post