গ্রিসে পুলিশের ধাওয়া খেয়ে এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার সময় পড়ে গিয়ে সরোয়ার আলম (৩২) নামক এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে নয়টার দিকে দেশটির রাজধানী এথেন্সের গ্রানিও নামক গলিতে এ ঘটনা ঘটে। সরোয়ারের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় গ্রানিও-৮ গলিটি ‘বাঙালি গলি’ হিসেবেই পরিচিত। বাঙালি ব্যবসায়ীদের প্রধানতম স্থান ওই গলিটি। গলির উভয় পাশে যেসব ভবন রয়েছে অধিকাংশেই বাংলাদেশিরা ভাড়া নিয়ে থাকেন। ঘটনার দিন (মঙ্গলবার) দিবাগত রাত পৌনে নয়টার দিকে গলিটির ধানসিঁড়ি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন বাংলাদেশি যুবক সরোয়ার। এ সময় পুলিশ দেখে পাশের ভবনে যাচ্ছিলেন তিনি।
এজন্য ভবনের সানসেটে দাঁড়ান। এক পর্যায়ে পা পিছলে হঠাৎ নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Discussion about this post