জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আপনারা না আসলে আপনাদের স্বজনরাও শঙ্কামুক্ত থাকবেন। আর প্রবাসীদের স্বজনদের আহ্বান জানাবো তারা যাতে সংশ্লিষ্ট প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ জানান। আর দেশে ফিরলে প্রবাসীরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকবেন বলে আশা প্রকাশ করছি।
বৃহস্পতিবার (১২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশে আসলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিনের আগে তারা স্বজনদের সঙ্গে মিশতে পারবেন না।
বাংলাদেশে শনাক্ত ৩ করোনা রোগীর স্বাস্থ্য বিষয়ে মন্ত্রী বলেন, করোনা আক্রান্ত তিনজন রোগীই ভালো আছেন। এদের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়েছেন। শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে। তাদের সংস্পর্শে আসা যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই অসুস্থ নয়। দুজন কোয়ারেন্টাইনে ছিলেন তাদের শরীরে পরীক্ষা করে দেখা গেছে তারা করোনায় আক্রান্ত নয়।
মন্ত্রী আরও বলেন, আমরা দুই মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছি এবং এ জন্য বাংলাদেশে তুলনামূলকভাবে করোনা পরিস্থিতি ভালো।
Discussion about this post