সৌদী আরবের জেদ্দায় আতিকুর রহমান সেলিম নামের একজন প্রবাসী ইন্তেকাল করেছেন । অসুস্থ সেলিমকে জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন.
মৃত আতিকুর রহমান সেলিমের বড় ভাই সৌদী আরব প্রবাসী লুৎফুর রহমান জানান, বুধবার সকালে হঠাৎ সেলিম অসুস্থতা বোধ করলে দুপুরেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্ট্রোক হয়েছে বলে জানান এবং তাকে মৃত ঘোষনা করেন। মরহুমের বড় ভাই জানান, লাশ বর্তমানে কিং আব্দুল আজিজ হাসপাতালে রয়েছে । লাশ দেশে পাঠানো হবে নাকি সৌদী আসরেই দাফন করা হবে তা পরে জানানো হবে।
আতিকুর রহমান সেলিম সিলেটের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের মরহুম হাজী আব্দুন নূর এর ছোট ছেলে।
তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন সেলিম।

























