বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না প্রাণঘাতী এই ভাইরাসকে। যতই দিন যাচ্ছে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনা ভাইরাস। করোনাভাইরাস ছড়িয়েছে অন্তত ১১১ দেশে। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮০০ মানুষ। আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ২০০ জনেরও বেশি।
এদিকে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। নতুন করে ৭৯ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে সর্বমোট ৮০ হাজার ৭৭৮ জন আক্রান্ত হয়েছে আর মারা গেছেন ৩ হাজার ১৫৮ জন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অবরুদ্ধ ইতালিতে একদিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৯ জন। এই হিসাবে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ, আর মৃতের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ।
ইতালিতে করোনা পরিস্থিতি এখন আয়ত্ত্বের বাইরে চলে গেছে বলে মনে করছে দেশটির সরকার। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্টি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পুরো দেশজুড়েই এখন কঠোর বিধিনিষেধ জারি করেছেন। যারা এসব বিধিনিষেধ উপেক্ষা করবেন, তাদের জেল-জরিমানা পর্যন্ত হতে পারে বলে তিনি হুশিয়ারি করেন।

























