আলোচিত ইসলামিক স্কলার ও তরুন প্রজন্মের আইডল মিজানুর রহমান আজহারী দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন । দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সফর করবেন আগামী এপ্রিল মাসে।
এ সময় তিনি জোহানসবার্গ, ফ্রী স্টেইট, পোর্ট এলিজাবেথ ও নর্থওয়েষ্ট প্রভিন্সে বাংলাদেশিদের আয়োজনে চারটি তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর করবেন। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ সকল দলের বাংলাদেশিদের সহযোগিতায় তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি জোহানসবার্গের ফোর্ডসবার্গে এক প্রস্তুতিসভার আয়োজন করেন। এ সময় এপ্রিলে মিজানুর রহমান আজহারীর আগমন, মাহাফিলের প্রস্তুতি ও খরচের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।
তফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজহারীর ৪ টি তাফসীর মাহাফিল সম্পন্ন করতে যে টাকা ব্যয় হবে, পুরো টাকা দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা ব্যয় করবে।
সূত্র: দৈনিক যুগান্তর
Discussion about this post