পবিত্র উমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনা মনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও দুজন বাংলাদেশি। গতকাল সোমবার স্হানীয় সময় বিকাল ৫ টায় মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে মদিনার ৬০/৭০ কিঃ মিঃ দূরে মরু ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ বাংলাদেশির মৃত্যু হয় এসময় আহত হন আরো দুই জন। আহতদের মদিনা মনোয়ারায় আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের রায়হান তার স্ত্রী ও নিহতের বড় ভাইয়ের মেয়ে তাহছিনা সহ এক গাড়ীতে মোট ৩ জন নিহত হয়েছেন। ইকবাল ও নিহত রায়হানের ছেলে গুরুতর আহত অবস্থায় মদিনার আল-দার হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হয়েছেন, তবে দুইজনে আশংকা মুক্ত রয়েছে। আহত ইকবাল নিহত রায়হানের বন্ধু সৌদি আরবের মদিনার ব্যবসায়ী।
নিহত রায়হানের পরিবার এবং তার বড় ভাই মিজান এর পরিবার বাংলাদেশ থেকে ওমরা করার উদ্দ্যশ্যে এবং বেড়াতে ভিজিটে সৌদি আরব এসেছিল।
নিহত রায়হান সৌদি আরবের আল আনসার হোটেল গ্রুফে আইটি ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। নিহতদের মরদেহ বর্তমানে মদিনার স্হানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। চট্টগ্রামের ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের আমিন হাজী রোড চাকতাই এর স্হায়ী বাসিন্দা। তিন ভাই এক বোনের মধ্যে রায়হান ছিল ২য় ।
Discussion about this post