অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রবিবার একটি হটলাইন নম্বর চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রবাসীরা বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে +৮৮০৯৬১২১০৬১০৬ এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
এর আগে বুধবার থেকে দুদক প্রবাসীদের অভিযোগ পাওয়ার জন্য এক কর্মকর্তার ফোন নম্বর ব্যবহার করে। এই দুদিনের মধ্যে দুদক অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মালয়েশিয়ায় প্রবাসীদের থেকে ১০০ টিরও বেশি অভিযোগ পাওয়া যায়।
দুদক জানায়, অধিকাংশ অভিযোগ জমি, দোকান, আইনশৃঙ্খলা, ট্রাভেল এজেন্সি ও আকামা’র (কাজের বৈধ অনুমতিপত্র) অনিয়ম সম্পর্কিত। তবে এই অভিযোগগুলো দুদকের আওতায় নেই বলে জানান। সূত্র : ইউএনবি।
Discussion about this post