রাজধানীর কদমতলী এলাকায় এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ওই মাদরাসা ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। গত ৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।
মেয়েটি যাত্রাবাড়ীর একটি মাদরাসায় পড়াশোনা করেন। তার পরিবার ঢাকার বাইরে থাকেন। ইউনুস (২৩) নামে এক যুবকের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। মেয়েটি মামলার অভিযোগে বলেছেন, ইউনুস তাকে কদমতলীর রইচনগরের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন। আসামিকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এ ছাড়া মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post