কক্সবাজারের টেকনাফ বাহার ছড়া শামলাপুর পুরান পাড়ার দুবাই প্রবাসী আব্দুল মোনাফের পরিবারের উপর পূর্ব শত্রুতার জের ধরে নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়ে এক জনকে খুন ও পাঁচ সহোদরকে মারাত্মক আহত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন টেকনাফ সমিতি-ইউএই।
নিরীহ প্রবাসী পরিবারে উপর পূর্ব পরিকল্পিত ও সশস্ত্র হামলা চালিয়ে নৃশংস ভাবে খুনের ঘটনায় টেকনাফের শান্ত পরিবেশকে অশান্ত করেছে সন্ত্রাসী ও খুনি জামাল উদ্দিন ও ছৈয়দ আলম প্রকাশ ভুলু গং। উক্ত হত্যাকাণ্ডে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্ত মূলক শাস্তির দেওয়ার জন্য আইন শৃংখলায় নিয়োজিত স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও ন্যায় বিচারের দাবী জানিয়েছেন। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন- প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারের জান মালের নিরাপত্তার দাবীতে প্রয়োজনে সকল প্রবাসীদের সাথে নিয়ে দেশ ও বিদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ, গত ৫ ফেব্রুয়ারি স্থানীয় ইউপি চেয়ারম্যানের সালিশি বৈঠকে অতর্কিত হামলা চালিয়ে প্রবাসী আব্দুল মোনাফের ৬ সহোদর ভাই মারাত্মক ভাবে আহত হলে হাসপাতালের সিইউ’তে চিকিৎসারত আব্দুল মাবুদ পিতা রশিদ আহমদ আজ সকালে মৃত্যুবরণ করেন এবং বাকী পাঁচ সহোদরহারাও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
Discussion about this post