লেবাননে ব্রেইন স্ট্রোকে ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন এই প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা নারায়নগঞ্জের সন্তান মো. জহিরুল ইসলাম (৩০)। শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) রাত ৯ টায় বৈরুতের হামরায় অবস্থিত খুরী হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালের তার মরদেহ মর্গে রাখা আছে।
জহিরুল ইসলাম পরিবারসহ বৈরুতের মারিলিয়াস এলাকায় বাস করতেন। বৈধভাবে কাজ করতেন রিপাবলিকান নামে একটি ক্লিনিং কোম্পানিতে।
গত ১ ফেব্রুয়ারি কোম্পানিতে কাজ করার সময় জহির ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যায়। কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের সহায়তায় তাঁকে স্থানীয় খুরী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষন রুমে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু আর ফেরেনো যায় নি। ৭ দিনের মাথায় মারা যান।
২ সন্তানের জনক জহিরুল ইসলামের বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কোরবানপুর গ্রামে। বাবার নাম মো. সাহাবুদ্দিন। তাঁর অকাল মৃত্যু সংবাদে পরিবারসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post