মৌলভীবাজারে ভয়াবহ আগুনে একই পরিবারের ৫ জন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরো একজন।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতলা ভবনের নিচ তলায় পিংকি সুজ নামে একটি জুতার দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা দোতলার বাসায় ছড়িয়ে পড়ে। এতে ওই বাসায় থাকা একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোতলার বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিলো কি না সে ব্যাপারে নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Discussion about this post