সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় একই হিন্দু পরিবারের ৪ জন ইসলাম গ্রহণ করেছেন। উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা তারা। গত ২৪ জানুয়ারি জুমা নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে খতিব মাওলানা আবু ফজল দ্বোহার কাছে কালেমা পড়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামে দিক্ষিত হন একই পরিবারের চার সদস্য।
তিনি বলেন, মুসলমান হওয়ার পর তার স্ত্রী শ্রীমতি বালা দাসের (২৫) নতুন নাম রহিমা জান্নাত হামিদা, বড় মেয়ে নন্দিনীর (৬) নতুন নাম আয়েশা জান্নাত আক্তার এবং ছোট ছেলে মনি অনুরাগের নতুন নাম মো. রায়হান আহমদ রাহি।
Discussion about this post