ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য অমর একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে ২রা ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে। আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী রোববার এ তথ্য জানিয়েছেন।
রীতি অনুযায়ী প্রতি বছর ১লা ফেব্রুয়ারি গ্রন্থমেলা উদ্বোধন করে থাকেন সরকার প্রধান। ৩০শে জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ঢাকার নির্বাচন পিছিয়ে ১লা ফ্রেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ কারণে এস এস সি পরীক্ষার তারিখও পেছানো হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, ২রা ফেব্রুয়ারি বিকাল ৩টায় প্রধানমন্ত্রী একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ এবং মিসরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি। ওই দিন বিকাল ৫টার পর সাধারণ দর্শক-পাঠকের জন্য খুখে দেয়া হবে বইমেলা।
Discussion about this post