প্রবাসের কথা।
প্রবাস তুমি মরুভূমির বালুর শত ডিগ্রি উত্তাপ,
প্রবাস তুমি হৃদয়ে নিঃসঙ্গতার একক প্রভাব।
প্রবাস তুমি চেনী,মাত্তুলের,মিশ্রনে প্রচন্ড আঘাত,
প্রবাস তুমি রুদ্রদাহের ঘর্মাক্ত শরীরের রক্তপাত।
প্রবাস তুমি কষ্টে জর্জরিত শ্রমিকদের মুখের হাসি,
প্রবাস তুমি বুকে জমিয়ে রাখা করুন সুরের বাঁশি।
প্রবাস তুমি কষ্টের আড়ালের পরিবারের সুখ,
প্রবাস তুমি সকলের অগোচরে কান্নায় ভাসানো বুক।
প্রবাস তুমি স্বামী-স্ত্রীর ভালবাসার প্রতীক্ষার প্রহর,
প্রবাস তুমি সন্তানদের ছেড়ে থাকা বিসর্জনের শহর।
প্রবাস তুমি মধ্যবিত্ত পরিবারের ভালবাসার খুনসুটি,
প্রবাস তুমি মাঝ বয়স বার্ধক্যের আগাম পরিনতি।
প্রবাস তুমি ভিতরে সদরঘাটের বাহিরে ফিটফাট
প্রবাস তুমি মিথ্যের আবরনে সত্যের নির্মম পরিহাস।
প্রবাস তুমি তারুণ্যের ভিতরে হাহাকের বসবাস,
প্রবাস তুমি ত্যাগের বিনিময়ে স্বেচ্ছায় বনবাস।
Discussion about this post