সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।শনিবার সকালে মদিনা থেকে জেদ্দায় আসার পথে জান্নাতুল বাকি মসজিদের সামনে গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম সাজ্জাদ (২৬) ও মেহজাবিন ফাহিম (২৪)। আহতরা হলেন মতিউর রহমান (৩০), হানিফা (২৪) ও সেলিম (৩৪)।নিহত সাজ্জাদ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে এবং ফাহিম বন্দরের সালেহনগর এলাকার ভূঁইয়া বাড়ির (হাজী বাবা সালেহর মাজার সংলগ্ন) সালাউদ্দিনের ছেলে।
নিহত ও আহতরা জেদ্দায় একটি মাছের মার্কেটে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।
Discussion about this post