সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক নগরী দুবাই প্রশাসনের পাবলিক সিকিউরিটি’র ডেপুটি চিফ খালফান তামিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন খান।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুবাই পুলিশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশটির নিয়মকানুন সম্পর্কীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় দুবাই প্রশাসন বাংলাদেশ কমিউনিটির সাথে আমিরাতের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন।
আলোচনা শেষে দুবাই প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি চিফ খালফান তামিম সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন খানের হাতে। বৈঠকে দুবাই পুলিশ প্রশাসন ও কনসুলেটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post