সনজিত কুমার শীল : আবুধাবিতে এক সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় করিমপুর গ্রামে। পিতা-মৃত মহিবুল্লাহ
রবিবার (১৫ জানুয়ারি) আবুধাবির মোটর ওয়ার্ল্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই নিহত হন রুবেল মিয়া। স্থানীয়দের ফোন কল পেয়ে পুলিশ এসে আবুধাবির মাফরুাক মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
দীর্ঘ ১৩ বছর ধরে আমিরাতের আবুধাবিতে অবস্থান করছেন রুবেল মিয়া। আরবি ঘরের ভিসায় তিনি কাজ করতেন। ৮ মাস পূর্বে ছুটি কাটিয়ে দেশ থেকে ফিরেছেন। তাঁর ২ মেয়ে এবং স্ত্রী রয়েছেন।
এদিকে লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে সার্বিক সহোযোগিতার কথা জানিয়েছেন তার স্থানীয় স্পনসর ।
Discussion about this post