আবদুল্লাহ শাহিন: ২রা ডিসেম্বর আমিরাতের স্বাধীনতা দিবস। তাদের সফলতা আর অগ্রযাত্রা দেখে হিংসা না হলেও নিজ দেশের জন্য আফসোস হয়। মাত্র ১৪ দিনের ব্যবধানে জন্ম নেওয়া দুটি দেশের মধ্যে বিশাল পার্থক্য। অথচ আমাদের দেশের যে পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তাতে করে আমরাও তাদের মতো এগিয়ে যাওয়ার কথা ছিল৷
আমরা এখনো দুর্নীতিতে নিমজ্জিত, আমরা এখনো কথিত নেতার পেছনে মিছিলে ব্যস্ত, আমরা এখনো সড়ক নির্মাণে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করতে কৌশল শিখছি, আইনের সঠিক প্রয়োগ থেকে দূরে আছি, সঠিক নেতৃত্বের অভাবে বহু পিছিয়ে আছি।
আবার আমরা হিংসা-বিদ্বেষ, পরনিন্দা, অপপ্রচার, গুজব, অনৈক্য, হানাহানি, অপরাজনীতিতে নিজেদের মাতিয়ে রেখেছি।
আমরা এখনো টয়েলেট উদ্বোধন করে ফেসবুকে ছবি দেই, আমরা এখনো কম্পিউটার ক্লাস চালু করে শিরোনাম হই, আমরা এখনো রাজনেতার জন্য এম্বুল্যান্স আটকিয়ে রাস্তা দেই। আমরা এখনো সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা হওয়ার রাজনৈতিক বক্তব্য দেই৷
আমরা আমাদের পরিবর্তন করতে হবে। সবার আগে নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা দিতে হবে। সমাজের অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখতে হবে।
আমেরিকা কিংবা সিঙ্গাপুর নয় একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। তবে চেয়ে চেয়ে স্বপ্ন নয় পরিশ্রম ও পরিকল্পিত কর্মপন্থার মাধ্যমে স্বপ্ন দেখতে হবে। তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যেতে হবে৷
কার বিয়েতে কে দাওয়াত পেল সেটা একদম ভুলে যেতে হবে। কার স্বামী কালো আর কার স্বামী মোটা সেদিকে নজর না দিলেও চলবে। কোন ভাই কি পদ পেল তা নিয়ে মাথা না খাটালেও চলবে।
Discussion about this post