আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালো ব্রাজিল। শুক্রবার সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে প্রীতি ম্যাচটি শেষে ১-০ গোলে জয় পেয়েছে মেসিরা।
আন্তর্জাতিক ফুটবলে ৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাটা দুর্দান্ত হলো লিওনেল মেসির। অধিনায়কের একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরুটা দারুণ হতে পারতো ব্রাজিলের। নবম মিনিটে ডি-বক্সে গাব্রিয়েল জেসুসকে আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোলরক্ষককে ঠিকই ফাঁকি দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার জেসুস; কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি। বল পোস্টের বাইরে কানায় লেগে চলে যায়।
চার মিনিট বাদেই উল্টো গোল খেয়ে বসে ব্রাজিল। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ফাউল করে বসেন আলেক্স সান্দ্রো। বার্সেলোনা তারকার দুর্বল স্পট কিক রুখে দিয়েছিলেন গোলরক্ষক আলিসন; কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। ছুটে গিয়ে আলগা বল অনায়াসে জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক।
বিরতির পর পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু শটে তেমন জোর ছিল না, ঠেকাতে বেগ পেতে হয়নি আলিসনের। বার বার চেষ্টাতেই এলিসনের বাধায় ব্রাজিলের জালে আর বল পাঠাতে পারেনি আর্জেন্টনাইরা।
অন্যদিকে আপ্রাণ চেষ্টাতেও মেসিদের রক্ষণভাগের কাছে হার মেনে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
Discussion about this post