আরব আমিরাতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে হিমু দিবস পালিত হয়েছে। “বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি, ঘরের সকলও দুয়ার” শিরোনামে নাজমুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে হুমায়ূন আহমেদ ও হিমু সম্পর্কে আলোচনা করেন কমিউনিটি নেতা, সংগঠকও হিমু অনুষ্ঠানের আয়োজক নওশের আলী ও জুলফিকার হায়দার খান।
অনুষ্ঠানটি ছিল বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লিখা উপন্যাস, গল্প ও কবিতায়। হিমু অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাখাওয়াত হোসেন, তানঝিল আরা বেগম, অনিন্দিতা খান, বঙ্গ শিমুল, ও শিপন। কবিতা আবৃত্তি করেন, শেখ ফরিদ সিআইপি, মাকসুদা খানম, গুলশান আরা ও জুলফিকার হায়দার খান। হুমায়ূন আহমেদের ময়ূরাক্ষী ডায়ালগ নিয়ে অভিনয় করেন সাখাওয়াত হোসেন ও আরিফা নুসরাত।
অনুষ্ঠানে আগত দর্শকদের থেকে সেরা হিমু ময়নুল ইসলাম ও সেরা রুপা লুবা শারমিন কে পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানে হিমু-রুপা জুড়ি হিসেবে পুরস্কৃত করা হয় রাজেশ মজুমদার ও শুকলা রায়কে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী ইসমাইল আলম।
Discussion about this post