২০১৮ সালকে বলিউডের বিয়ের বছর বললে ভুল হবেনা। এই বছর বিয়ে করেছেন বলি পাড়ার জনপ্রিয় জুটি ও তারকারা। বলিউডের আলোচিত ৫ বিয়ে নিয়ে আজকের আয়োজন।
শেষ বেলায় বলিউডের জন্য নিয়ে এসেছে বেশ কিছু খুশির খবর। হয়তো এর মধ্যে সবচেয়ে বড়ো খবর হল. ‘দেসি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার আমেরিকান সিঙ্গার নিক জোনাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। প্রিয়াঙ্কা ও নিক ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরে খ্রিস্টান ও হিন্দু ধর্ম মতে বিবাহ বন্ধনে আবব্ধ হয়েছেন।আসলে প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কটা বহুদিন ধরে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু মুম্বাইতে নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পর্ব সমাপ্ত হওয়ার পরে কাউর মনে তাদের সম্পর্ক নিয়ে আর কোনো রকম সংশয় থাকে না।সম্প্রতি দিল্লিতে তাদের বিয়ের রিসেপশন ছিল, তাতে স্বয়ং প্রধানমন্ত্রী মোদী পর্যন্ত উপস্থিত ছিলেন।মুম্বাইয়ের রিসেপশনে দেখা গেছে বলিউড জগতের বিখ্যাত তারকাদের।
বলিউডের সবচেয়ে রোমান্টিক যুগল হিসাবে পরিচিত রণবীর-দীপিকাও এই বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীপিকা ও রণবীরের বিয়েটি বছরের সবচেয়ে উপভোগ্য বিয়ের খেতাব লাভ করেছে। বহু দিন ধরেই তাদের মধ্যে একটা ঘনিষ্ট সম্পর্ক ছিল, যার জন্য তাদের ফ্যান্সরাও তাদের বিয়ের সানাই কবে কবে বাজবে তা নিয়ে অধীর আগ্রহে বসেছিলেন। দীপিকা ও রণবীরের বিয়ে ইতালির লেক কোমোতে সম্পন্ন হয়েছিল। ১৪ ও ১৫ নভেম্বর তাদের কোঙ্কনি ও সিন্ধি মতে বিবাহ সংঘটিত হয়েছে। পরে দেশে ফিরে মুম্বাইতে যে রিসেপশনের আয়োজন করেছিলেন তাতে বলিউড জগতের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
এই বছরের শুরুর দিকে সোনম কাপুর ও আনন্দ আহুজায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।আট-ই মে শিখ ধর্ম মতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই বিয়েতে সোনমের ঘনিষ্ট বন্ধু করিনা, করিশ্মা ও সইফ আলী খান ছাড়াও বলিউডের বহু বিখ্যাত তারকারা উপস্থিত ছিলেন। সোনমের বাবা অনিল কাপুর তার মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি নেচেছিলেন। বিয়ের রিসেপশন পার্টিতে সোনমের মা শাহরুখ ও সালমানের সাথে তালে তাল মিলিয়ে নেচেছিলেন।
২০১৮ সালে বলিউড জগতে বিয়ের হিড়িক দেখা গেছে। কমেডি শো থেকে নিজের আলাদা পরিচয় গড়ে তোলা কপিল শর্মাও এই বছরে তার প্রেমিকা গিন্নী চলরথের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই বছরের বারো ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।তারা পাঞ্জাবি মতেই বিবাহের বন্ধনে বাঁধা পড়েছেন।
ফ্যান্সদের নিজের বিয়ের খবর শুনিয়ে চমকে দিয়েছিলেন বলিউডের অভিনেত্রী নেহা ধুপিয়া। তিনি প্রাক্তন ক্রিকেটার বিষেন সিংহ বেদির ছেলে অঙ্গদ বেদিকে বিবাহ করেছেন। দুজনের বিয়ের আগে কাউর কাছে কোনো খবর পর্যন্ত ছিলে না। যদিও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ফ্যান্সদের মধ্যে আলোচনা চলছিল। অঙ্গদ ও নেহার বিয়ের খবর সবার আগে সোশ্যাল মিডিয়াকে দিয়েছিলেন নেহা।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post