বড়দিনের বড় খবর হল পশ্চিমবঙ্গের সব ক’টা সিনেমা হলে ‘রসগোল্লা’র শো হাউসফুল। আর এ দিনই রসগোল্লা-র পরিচালক পাভেলের পরবর্তী ছবি ‘বাচ্চা শ্বশুর’-এর প্রথম লুকও মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়। ‘বাবার নাম গান্ধীজি’, ‘রসগোল্লা’র পরে পরিচালক পাভেলের নাম এখন টালিগঞ্জের প্রথম সারিতেই পরিচালকদের মধ্যেই উচ্চারিত হচ্ছে। এ বার পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে হাতেখড়ি পাভেলের। ‘বাচ্চা শ্বশুর’-এর ছবিটি দেখেই বোঝা যাচ্ছে বেশ মজাদার হতে চলেছে সিনেমাটি। কারণ পোস্টারে জিতের ঘাড়ে চড়ে বসে রয়েছেন চিরঞ্জিৎ। আর রয়েছেন কৌশানী মুখার্জী।
চিরঞ্জিতকে ছবিতে দেখে বোঝা যাচ্ছে তার চরিত্রটি বামনের। সম্প্রতি মুক্তি পাওয়া জিরো সিনেমায় শাহরুখ খানও বামনের চরিত্রে অভিনয় করেছেন। সেখানে শাহরুখের অভিনয় যথেষ্ট প্রশংসিতও হয়েছে। এ বার দেখতে হবে চিরঞ্জিৎ বামন চরিত্রে কতটা প্রশংসা আদায় করে নিতে পারেন। জিৎ এবং চিরঞ্জিৎ এর আগে একসঙ্গে বস এবং বস টু— দু’টি সিনেমাতেই কাজ করেছেন। কৌশানিও ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমায় বনি সেনগুপ্তের নায়িকা হিসাবে ডেবিউ করেছিলেন। তারপরে ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘হইচই আনলিমিটেড’, ‘গার্লফ্রেন্ড’—এর মতো একের পর এক সিনেমায় কাজ করে তিনিও কিন্তু টালিগঞ্জে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন। সিনেমাটি মুক্তি পাবে সামনের বছর ফেব্রুয়ারি মাসে। মানে ভ্যালেন্টাইন্স ডে-তে রোমান্টিক মুডে আপনি গার্লফ্রেন্ডকে সঙ্গে করে যাওয়ার ডেস্টিনেশন কিন্তু এখনই পেয়ে গেলেন।
তবে বড়দিনে সুরিন্দর ফিল্মস-এর তরফে এই ধামাকা উপহারের সঙ্গে রয়েছে এক লাইন সতর্কবার্তাও, ‘কিরে ভয় পেয়ে গেলি নাকি রে?’ দেখা যাক শ্বশুর না জামাই শেষ পাতে ভয়টা কার জন্য তোলা থাকে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post