আরব আমিরাতের শারজায় শুক্রবার রাস্তা পারাপারের সময় এক প্রবাসীর মারাত্মক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়। নিহত আলতাফ উদ্দীনের(৫৪) দেশের বাড়ী সিলেট এর ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি এলাকায়।
সে শারজাহ মাদামে আরবির ঘরে কাজ করতেন বলে জানা যায়। তার মরদেহ শারজার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ কনস্যাুলেট দুবাই জানান স্হানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
Discussion about this post