সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৭ লক্ষ প্রবাসী বাংলাদেশী রয়েছে। অনেকে পরিবার নিয়ে আমিরাতে বসবাস করেন। আমিরাতে বেড়ে বাংলাদেশি ৩য় প্রজন্ম নিজস্ব ইতিহাস ঐতিহ্য জানা থেকে বঞ্চিত হচ্ছে। সে সাথে কম আয়ের অনেক বাবা মা তাদের সন্তানদের আরব আমিরাতে পড়ালেখা করাতে হিমশিম খাচ্ছেন। এ সমস্যা দূর করার লক্ষ্যে আজমানে শীঘ্রই বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা হচ্ছে বলে জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। মঙ্গলবার বাংলাদেশ সমিতি শারজা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশি ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ এর পরিচালনায় সমিতির লক্ষ্য উদ্দেশ্য এবং উদ্দেশ্য এবং বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্য রাখেন কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন।
ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খন্দকার মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাইযূম সহ আরো অনেকে। বাংলাদেশ স্কুলটি বাংলাদেশ সমিতির অধীনে নির্মিত হবে।
উল্লেখ্য আবুধাবী, ও রাস আল খাইমায় ২ টি বাংলাদেশী স্কুল থাকলেও দুবাই, শারজাহ, আজমান ও উম্মুল আল কোয়েনে কোনো বাংলাদেশি স্কুল নেই। তাই দুবাই ও উত্তর আমিরাতে এ স্কুল প্রতিষ্ঠার উদ্দোগ গ্রহন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহ শাখা.
Discussion about this post