আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কাছে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। গতকাল সোমবার (১২ আগস্ট) দুবাই’র মতিনা রোডে বাংলাদেশি মালিকানাধীন গ্রীন দরবার রেস্টুরেন্ট হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এ কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শিবলি আল সাদিক।
অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ প্রেসক্লাব প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখের সাথী। প্রেসক্লাবের মাধ্যমে প্রবাসীদের সঠিক খবর দেশের মানুষ তথা স্বজনরা জানতে পারবে। এছাড়াও সত্য সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার মান বৃদ্ধি করতে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রবাসী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। । আমিরাতে প্রবাসীদের চলমান সমস্যা তথা বন্ধ ভিসা, ভিসা ট্রান্সফার ও ভিজিট ভিসাই এসে অবৈধ হয়ে যাওয়া, প্রবাসী বিমান বন্দরে হয়রানি, দূতাবাস ও কনসুলেট এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
এতে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব’র সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সহ সম্পাদক এসএম মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক আবদুল আলিম সাইফুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাইল, নির্বাহী সদস্য খুরশেদ আলম, মোহাম্মদ ওসমান চৌধুরী, বশিরুজ্জামান, জিয়াউল হক জুমন, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
Discussion about this post