সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাতে উখিয়া প্রবাসী সংগঠন এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও নৈশ ভোজের আয়োজন করা হয়। দুবাইয়ে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনিতীবিদ সফল সংগঠক মোঃ নুরুল আলম নুরু। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুফিজুর রহমানের সভাপতিত্বে ও তারেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসেম বকুল, খোরশেদ আলম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ইউনুছ মাহমুদ, আবুল ফজল বাবুল, তোফাইল আহম্মেদ, মোঃ ফারুক ক্রান্তি, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, মোঃ তারেকুল ইসলাম ও মোঃ আলম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন একটি সংগঠন হলো,কতিপয় ব্যক্তি বিশেষের সমন্বয়ে শিক্ষা, সংষ্কৃতি ইত্যাদি সহ সার্বিক সামাজিক উন্নয়ন কল্পে কাজ করার লক্ষ্যে গঠিত হয়। তাই এই সংগঠনটি পারস্পরিক স্বার্থে সুনির্দিষ্ট লক্ষ অর্জনের জন্য একটি সামাজিক পদ্ধতি ও সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত হয়ে একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তার ফলশ্রুতিতে সার্বিক সামাজিক উন্নয়ন সহ, এমন কি সামজিক শান্তি শৃংখলা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। এবং সামাজিক উন্নয়নে, সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ দিয়ে তার জন্য সঠিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
বক্তারা বলেন উখিরা প্রবাসী সব সময় মানুষের কল্যানে কাজ করে আসছে, আগামীতে এ সংগঠনটি অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবে এং সমাজ ব্যবস্থা পতিষ্ঠায় বড় ভুমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন মোঃ তোফাইল আহম্মেদ। এর আগে অনুষ্ঠানে আসা বিভিন্ন অতিথিরা একে অপরের সাখে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
Discussion about this post