ফেনী বড় বাজারের ঐতিহ্যবাহী দোকান নাসির ষ্টোরের স্বত্ত্বাধীকারী রামপুর সওদাগর বাড়ী বাবুল মিয়ার মেজ ছেলে তাওসিব আজ বিকাল ৪ টায় সড়ক দুর্য়্ঘটনা নিহত হয়েছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
সে ঢাকার মিরপুর বি ইউ বি বেসরকারি ইউনির্ভাসিটির ছাত্র। মঙ্গল বার সে নিজস্ব প্রাইভ্রেট ড্রাভ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্পের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তায় এক পথচারীকে বাঁচাতে তার চালিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে প্রচন্ড ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে।
বুুধবার সকাল ১০টায় রামপুর নুরানীয হাফেজিয়া মাদ্রাসায় জানাযার নামাজ অনুষ্টিত হবে।
Discussion about this post