মোহাম্মদ এনামুল হকঃ সৌদি আরবের বাদশাহ ও পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর খাদেম সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে এ বছর হজ পালন করতে এসেছেন ১৩০ বছর বয়সী ইন্দোনেশিয়ার নাগরিক ওহি আইদারস সামরি।
ওহি আইদারস সামরির সাথে আমন্ত্রণ পেয়েছেন তার পরিবারের আরো ৫ সদস্য। জেদ্দা বিমানবন্দরে সৌদি হজবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উল্লেখ্য যে, সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে প্রতিবছর বিশ্বের কয়েক হাজার মুসলমান হজ পালন করতে সৌদি আরবে আসেন।