মোহাম্মদ এনামুল হকঃ সৌদি আরবের বাদশাহ ও পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর খাদেম সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে এ বছর হজ পালন করতে এসেছেন ১৩০ বছর বয়সী ইন্দোনেশিয়ার নাগরিক ওহি আইদারস সামরি।
ওহি আইদারস সামরির সাথে আমন্ত্রণ পেয়েছেন তার পরিবারের আরো ৫ সদস্য। জেদ্দা বিমানবন্দরে সৌদি হজবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উল্লেখ্য যে, সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে প্রতিবছর বিশ্বের কয়েক হাজার মুসলমান হজ পালন করতে সৌদি আরবে আসেন।
Discussion about this post