মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য চিত্র পরিচালক আমজাদ হোসেন। রোববার দুপুরের আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলা জামালপুর শহরের কেন্দ্রীয় গোরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১১টার পর জামালপুরের ইকবালপুরে নতুন হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমজাদ হোসেনের জানাজায় সংসদ সদস্য রেজাউল করিম হীরা ছাড়াও স্থানীয় রাজজনৈতিক, সাংস্কৃতি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জামালপুরের সর্বস্তরের মানুষ অংশ নেন।
গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। এর আগে গেল ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেয়া হয়।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post