পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় সুদূর ওমানে পাড়ি জমানো আশিষ কুমার সুশীল (৩১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার ওমানের স্থানীয় সময় রাত ৮টায় দেশটির ছাহাল এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি। আশিষ কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীল পাড়ার মৃত মধু রাম শীলের ছেলে। সাত ভাই-বোনের মধ্যে আশিষ ছিলেন পঞ্চম।
২০১২ সালে আশিষ ওমানে যান। সেখানে আশিষ একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করত। ২০১৪ সালে দুই মাসের জন্য একবার দেশেও এসেছিল। নিজের কষ্টের আয় থেকে পরিবারের জন্য টাকাও পাঠাচ্ছিল। মোটামুটি ভালোই যাচ্ছিল বৃদ্ধা মা-কে নিয়ে তাদের সাত ভাই-বোনের সংসার। কিন্তু শনিবার রাত ৮টার দিকে ওমানের ছাহালের সড়কে দুটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় আশিষ। এতে নিভে যায় তার স্বপ্ন।’
আশিষের বৃদ্ধা মা শোভা রানী শীল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আসছে দূর্গা পূজার আগে দেশে আসার কথা ছিল আমার আশিষের। তাকে ভালো একটি মেয়ে দেখে বিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল। আমার আশিষকে এভাবে হারাতে হবে জানলে ওকে বিদেশ পাঠাতাম না।’
আশিষের বড় ভাই অরুণ কান্তি শীল বলেন, ‘সবকিছু এভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। আমার ছোট ভাই আশিষের মরদেহ দেশে আনতে সরকারের সহায়তা কামনা করছি।’
Discussion about this post