চীনাদের কাছে পৌঁছে যাচ্ছে বাংলার ‘মাছের ঝোল’। খাদ্যপ্রেমীদের জন্য নয়, চলচ্চিত্রপ্রেমীদের মনোরঞ্জন করতে ভারতের বাংলা ছবি ‘মাছের ঝোল’কে নির্বাচন করা হয়েছে। এই ‘মাছের ঝোল’ ছবির পরিচালক প্রতিম ডি গুপ্ত। বলিউডের ‘দঙ্গল’ ছবিটিও সবার মনোরঞ্জন করতে নির্বাচন করা হয়েছে।
আজ শনিবার থেকে ভারতের দিল্লির সিরি ফোর্ট সভাঘরে বসছে ‘ভারত-চীন চলচ্চিত্র উৎসব’। ২৪ ডিসেম্বর এই উৎসব শেষ হবে। আমির খানের ‘দঙ্গল’ ছবিটি এই উৎসবে দেখানো হবে। ইতিমধ্যে আমিরের ছবিটি চীনে বাজিমাত করেছে। চীনের দর্শকদের মনোরঞ্জনের জন্য ছবিটি আবার দেখানো হবে। ভারত-চীন চলচ্চিত্র উৎসবের নির্বাচন কমিটি বাংলা ছবি ‘মাছের ঝোল’কে এই উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচন করেছে।
প্রতিম ডি গুপ্ত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পাওলি দাম, ঋতিক চক্রবর্তী, মমতা শংকর, অর্জুন চক্রবর্তীসহ আরও অনেকে। চীনের ছবি ‘সিজেড টুয়েলভ’ এই উৎসবে দেখানো হবে। দুটি দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সব মিলিয়ে সাতটি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে তিনটি ভারতীয় আর চারটি চীনের।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post