ইতালির রাজধানী রোমে পুলিশের ধাওয়া খেয়ে জব্বার ঢালী নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ভিয়া কাভুরে অবস্থিত হোটেল গ্রান্ড প্লাটিনোর বিপরীত পার্শ্বে হকার ব্যবসায়ী জব্বার ঢালীকে পুলিশ ধাওয়া করলে তার মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে সিঁড়ি থেকে তিনি পড়ে যান এবং মৃত্য বরণ করেন। জব্বার ঢালী শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজার গ্রামের বাসিন্দা।
প্রবাসী জব্বার এর মৃত্যুতে রাজধানী রোমে শরীয়তপুর বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত হন।
Discussion about this post