বাংলাদেশি বংশদ্ভুত কানাডিয়ান নাগরিক দুর্দানা ইসলাম কানাডার ম্যানিটোবার প্রাদেশিক নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। নিউ ডেমোক্রেটিক পার্টি তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর ম্যানিটোবার ৫৭টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে এমএলএল পদে বিজয়ের প্রত্যাশা নিয়ে দুর্দানা ইসলাম এখন প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিদ্বন্দিতা করবেন স্থানীয় সরকারে সাংসদ জেনিক মরলে লোকমের সাথে। বর্তমানে এই প্রদেশে ক্ষমতায় রয়েছে প্রগ্রাসিভ কনজারভেটিভ পার্টি আর বিরোধী দলের ভূমিকা পালন করছে নিউ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী।
বাংলাদেশের মেয়ে দুর্দানা চট্টগ্রামে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে পিএইচডি করে বর্তমানে উইনিপেগ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। তিনি ১৯৯৪ সালে কুমিল্লা বোর্ড থেকে মেধাতালিকায় স্থান লাভ করে এসএসসি পাস করেন। ১৯৯৬ সালে চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি নেন।
পরে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টে মাস্টার্স করেন এবং ২০০৮ সালে কানাডায় যান। দুর্দানার বাবা বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। তার মা ডাক্তার আঞ্জুমানরা বেগম একজন শিশুরোগ বিশেষজ্ঞ।
Discussion about this post