বিশ্বকাপের উন্মাদনায় অনেকে হয়তো ভুলেই গিয়েছিল মোশাররফ রুবেলের কথা। ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এখনও লড়ে যাচ্ছেন মৃত্যুর সঙ্গে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রুবেল এখন অর্থনৈতিক সংকটে ভূগছেন। জীবন বাঁচানোর জন্য নিজের ফ্ল্যাটটাও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
জটিল রোগে আক্রান্ত রুবেলের চিকিৎসার পেছনে ইতিমধ্যেই ১ কোটি টাকা ব্যয় হয়ে গেছে। টিউমার অপসারণ শেষে এখন চলছে কেমোথেরাপি। মোট ৩০ রাউন্ড রেডিওথেরাপি এবং ৫০ রাউন্ড কেমোথেরাপি দিতে হচ্ছে রুবেলকে। এর মধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৬ সার্কেলের কেমোথেরাপি দিতে হবে। যার জন্য আরও প্রয়োজন ৫০ লাখ টাকা। এই বিপুল ব্যয় বহনের জন্য নিজেই আজ সোমবার ফেসবুকে নিজের ফ্ল্যাট বিক্রির ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল। নিজের সদ্য কেনা ১৫৫০ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাচ্ছেন।
মোশাররফ রুবেল জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৪টি উইকেটও রয়েছে তার নামের পাশে। সেরা বোলিং ২৪ রানে ৩ উইকেট। ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মোশাররফ রুবেল ২০১৬ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন।
Discussion about this post