জিরো আর রসগোল্লার মতো ছবি নিয়ে যখন সবাই অ্যাডভেঞ্চারে মত্ত, ঠিক সে সময়েই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিলেন সৃজিত মুখার্জি। মুক্তি পেল তাঁর বহু প্রতীক্ষিত ছবি শাহজাহান রিজেন্সির ট্রেলার। শঙ্করের ‘চৌরঙ্গী’ গল্পকে নতুন মোড়কে ‘শাহজাহান রিজেন্সি’তে হাজির করেছেন সৃজিত। ট্রেলারে উল্লেখও করা হয়েছে সে কথা। ট্রেলারে পুরো ছবির গল্পটাই বলেছেন আবীর চট্টোপাধ্যায়। আর এ কথাও তিনি উল্লেখ করেছেন, “শঙ্করের চৌরঙ্গী পড়েছেন? ২০১৭ -য় আমার গল্পটা চৌরঙ্গীর জাতিস্মর।”
গল্পের পরতে পরতে ভেসে উঠবে যুবকের চাকরি পাওয়ার প্রত্যাশা, এক বিশাল বিলাসবহুল হোটেলে কর্মচারীদের জীবনযাত্রা, কর্মচারীদের পরস্পরের মধ্যেকার সম্পর্কের পাশাপাশি হোটেলের অতিথিদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও প্রতিটা চরিত্রের জীবনের খুঁটিনাটি দিকও তুলে ধরা হবে ছবিতে- আভাস দিয়েছে ট্রেলার। ট্রেলারে ছবির স্টারকাস্ট দেখে অবাক হতেই হবে। আবীর চট্টোপাধ্যায় ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, অনির্বাণ ভট্টাচার্য, স্বস্তিকা মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, পল্লবী চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ ও রিত্বিকা সেনের মতো খ্যাতনামা মুখ দেখা যাবে ছবিতে। প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্তের অভিনয় করার কথা থাকলেও বিশেষ কারণে তাঁদের বদলে বেছে নেওয়া হয়েছে আবীর ও পরমব্রতকে।
পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। নতুন বছরের ১৮ই জানুযারি এসভিএফ-এর হেঁসেল থেকে সৃজিত মুখার্জি সকলের জন্য হাজির করতে চলেছেন শাহজাহান রিজেন্সি।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post