শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের জিরো প্রথম দিনেই বক্স অফিসকে সুখবর দিতে ব্যর্থ। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, আনন্দ এল রাই পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তির দিনে অর্থাৎ শুক্রবার ব্যবসা করেছে মাত্র ২০.১৪ কোটি টাকার। তরণ আদর্শ অবশ্য আরও বলেছেন যে, এই সপ্তাহের ছুটির দিনগুলিতে ব্যবসার বিষয়টি “অত্যন্ত গুরুত্বপূর্ণ”। তরণ আদর্শ লিখেছেন, “দেশ জুড়ে ৪৩৮০ টি স্ক্রিনে মুক্তি পাওয়া সত্ত্বেও মুক্তির দিনে ভালো ব্যবসা করতে পারল না জিরো। ক্রিসমাসের ছুটির দিনগুলি, শনিবার এবং রবিবারের ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার ২০.১৪ কোটি টাকার ব্যবসা হয়েছে ভারতে।” যশ এবং শ্রীনিধি শেঠি অভিনীত প্রশান্ত নীলের কন্নড় সিনেমা কেজিএফ একই দিনে মুক্তি পেয়েছে। কন্নড়, মালয়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি মোট পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথম দিনেই ২ কোটি টাকার ব্যবসা করেছে!
বক্স অফিস ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে যে, যদিও মুক্তির প্রথম দিনেই সিনেমাটি সম্বন্ধে যতখানি ব্যবসার প্রত্যাশা করা হয়েছিল ততখানি উৎরাতে না পারলেও যেটুকু ব্যবসা হয়েছে তা “বেশ স্বাস্থ্যকর”। ওই প্রতিবেদনে বলা হয়েছে, “প্রথম দিনেই জিরো সিনেমা থেকে যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে কমই ব্যবসা হয়েছে। কিন্তু ২0 কোটি টাকার ব্যবসা প্রথম দিনে খুব খারাপও নয়। প্রথম দিনে 2.0 (হিন্দি)এর মতো সিনেমাগুলি মাল্টিপ্লেক্সে এই ছবির তুলনায় কিছুটা ভালো ব্যবসা করেছে তবে দিলওয়ালে বা রইসের মতো সিনেমা এবং সলমান খানের টিউবলাইটের মতো সিনেমাও প্রথম দিনে এমনই ব্যবসা করেছিল।”
জিরো সিনেমায় শাহরুখ খানের অভিনয় নিয়ে অবশ্য সমালোচকেরা বেশ উচ্ছ্বসিত, যদিও চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জী এনডিটিভির পর্যালোচনায় জিরোকে পাঁচের মধ্যে মাত্র ২ টি স্টার দিয়েছেন। তিনি লিখেছেন, শাহরুখকে দোষ দেওয়া যাবে না! তিনি জিরোকে প্রাণবন্ত করতে নিজের সর্বস্ব দিয়েছেন, কিন্তু সব মিলিয়ে তাঁর সেই স্টারডম জিতলেও জিরো আসলে হেরেই গিয়েছে। অনুষ্কা শর্মার অভিনয়, তাঁর প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে সংলাপ বলা, মুখের অভিব্যক্তি সবই প্রশংসনীয়। ক্যাটরিনা অনিবার্যভাবে একটি আইটেম নাম্বার দিয়ে সিনেমায় নিজের চরিত্র স্থাপন করলেও এক তারকার ব্যক্তিগত জীবনে কতখানি ওঠা নামা থাকে তা ফুটিয়ে তুলতে যথেষ্ট চেষ্টাই করেছেন।”
শাহরুখ খান এই সিনেমায় বাউয়া সিং নামের একজন বামনের ভূমিকায় অভিনয় করেছেন। অনুষ্কা শর্মা আফিয়া নামের একজন সেরিব্রাল পালসিতে আক্রান্ত নাসা বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছেন, অন্যদিকে ক্যাটরিনা একজন মদ্যপ অভিনেত্রী ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post