কুয়েতে বাইক দুর্ঘটনায় আহত বাংলাদেশি এক যুবক মারা গেছে । ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন । মারা যাওয়া যুবকের নাম রাকিবুল ইসলাম, তিনি কুয়েতের Deliveroo নামক একটি হোম ডেলিভারী কোম্পানিতে কর্মরত ছিল । রাকিবুল গাজীপুরের কাশিমপুর সুরাবাড়ি ৫নং ওয়ার্ডের মো. আবুল কালামের ছেলে।
সুত্রে প্রকাশ,কুয়েত প্রবাসী মরহুম রাকিব গত ১৭ মে রমজান মাসে বাইক এক্সিডেন্ট করে দীর্ঘদিন হাসপাতালে ICU তে চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার ১৪ জুন সকাল ৯ টায় দেশটির মুবারক হাসপাতালে হাসপাতালের বেডে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাসী রাকিব ।
Discussion about this post