চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বিমান বন্দরের নিরাপত্তা বিভাগ। আটক যাত্রীর নাম মোহাম্মদ জহুর আলম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদন্ডী গ্রামের রুস্তম আলীর ছেলে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার কথা ছিল আটককৃত যাত্রী মোহাম্মদ জহুর আলমের। ইমিগ্রেশন শেষ করে তল্লাশির সময় তার কাছ থেকে এই মুদ্রা আটক করা হয়।
এ ব্যাপারে বিমান বন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বলেন, শেষ তল্লাশির সময় যাত্রীর ব্যাগ থেকে ৩০০ মার্কিন ডলার ও ৬০ হাজার দুবাই দিরহাম উদ্ধার করা হয়। আটক যাত্রীকে থানায় সোপর্দ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচার আইনে মামলা দায়ের করা হবে।
সুত্রঃ কালের কন্ঠ ।

























