নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া, সিনেমা হল নির্মাণ, মাঠে বসে নারীদের খেলা দেখার অনুমতিসহ অনেক কিছুতেই পরিবর্তন এনেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এবার জেদ্দায় ‘হালাল’ নাইটক্লাব খুলতে যাচ্ছে।
সৌদি আরবের জেদ্দায় দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্রান্ড নাইটক্লাব হোয়াইটের কার্যক্রম শুরু হতে যাচ্ছেে। এই হালাল নাইটক্লাবে ওয়াটারফ্রন্ট থাকবে, সুস্বাদু খাবারের সাথে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্সিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক। তবে এই নাইটক্লাবে মদ পাওয়া যাবে না।
নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্রোর। নারী পুরুষ সবার জন্যে ড্যান্স ফ্লোর উন্মুক্ত থাকবে। গত এক বছরে সৌদির বিভিন্ন শহরে মারিয়াহ ক্যারে, ইনরিক, দ্য ব্ল্যাক আইড পিস, ডেভিড গুয়েতা, তিয়েসতো, সিন পল এবং অ্যাকনের মতো বিশ্বের খ্যাতনামা শিল্পীরা গান করেছেন। কিন্তু সৌদি সরকার লাইসেন্স না দেয়ায় উদ্যোক্তারা এর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এমনকি এ ধরনের একটি উচ্চস্বরের মিউজিক্যাল পার্টির আয়োজন করায় একটি ক্যাফে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
Discussion about this post