কুয়েতে গরমের তীব্রতায় এক মিশরীয় নাগরিক মৃত্যুবরণ করেছেন । সোমবার (১০ জানুয়ারী) দেশটির সুরা মন্তাকায় কর্মরত অবস্থায় হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই শ্রমিক।
সূরা এরিয়ার ওয়াকওয়েয়ের কাছাকাছি রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মিশরের এই নাগরিককে, পুলিশ ও প্যারামেডিকেলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করলে ডাক্তাররা মৃত ঘোষণা করে। মৃত ব্যক্তির প্রাথমিক ফরেনসিক রিপোর্টে দেখা গেছে যে, তাপমাত্রার চাপে তার মৃত্যু হয়েছে।
কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ৫২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুয়েতে।
























