ফেনীর কালিদহ রেল স্টেশনের কাছে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে কমপক্ষে ১০ যাত্রী আহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের (জিআরপি) পুলিশ সুপার (চট্টগ্রাম রেলওয়ে জেলা) নওরোজ হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আহত যাত্রীরা সীতাকুণ্ড রেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মূল্যবান মালপত্র নিয়ে গেছে।
জিআরপি পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে আসা চট্টগ্রামগ্রামী ট্রেনটি ফেনী স্টেশন ছেড়ে কালিদহ পৌঁছলে ডাকাতরা যাত্রীদের ওপর চড়াও হয়। তাৎক্ষণিক জিআরপি পুলিশ অ্যাকশনে গেলে একপর্যায়ে চট্টগামের সীতাকুণ্ড স্টেশনের আগে কৌশলে ডাকাতরা নেমে পড়ে। নিকটবর্তী সীতাকুণ্ড স্টেশনে ট্রেনটি থামানোর পর আহত যাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Discussion about this post